1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘রেড হার্ট’ ইমোজি পাঠালে যেতে হবে জেলে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৯:৩৩ এএম ‘রেড হার্ট’ ইমোজি পাঠালে যেতে হবে জেলে

ঢাকাঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রেড হার্ট’ ইমোজি মানে ভালোবাসা-ভালো লাগার প্রকাশ। তবে এই ইমোজি ব্যবহারের ক্ষেত্রে এখন থেকে সচেতন হতে হবে সবাইকে। নইলে যেতে হবে জেলে, গুনতে হবে জরিমানা। অন্তত সেটা যদি হয় অতি রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে বিধিনিষেধের পাশাপাশি শাস্তির ব্যবস্থাও রয়েছে বিভিন্ন দেশে। তবে এবার সৌদি আরবে জানা গেল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কাউকে ‘রেড হার্ট’ ইমোজি পাঠালে পেতে হবে শাস্তি। জেলে যাওয়ার পাশাপাশি, গুনতে হবে জরিমানা। 

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো অনৈতিক বার্তা পাঠানো ব্যক্তির যদি দোষ প্রমাণিত হয় তবে তার দুই থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। শুধু তাই নয় গুনতে হবে জরিমানাও। সৌদি আরবের হিসাবে তা হচ্ছে এক লাখ রিয়াল।

সৌদির একটি স্থানীয় সংবাদপত্র বলছে, সৌদি আরবের অ্যান্টি-ফ্রড এসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতুব বলেন, অনলাইনে হোয়াটস অ্যাপে ‘রেড হার্টস’ কিংবা এ ধরনের কোনো বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করলে বা কাউকে ক্ষতিগ্রস্ত করলে তা অপরাধ হিসেবে ধরা হবে এবং সে অনুযায়ী শাস্তি হবে।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner