1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইরাকে ব্যারাকে ঢুকে ১১ ‍‍`ঘুমন্ত‍‍` সেনাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১০:২৮ এএম ইরাকে ব্যারাকে ঢুকে ১১ ‍‍`ঘুমন্ত‍‍` সেনাকে হত্যা
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইরাকের দিয়ালা প্রদেশে সন্দেহভাজন ইসলামিক স্টেটের (আইএস) বন্দুকধারীরা একটি সেনাবাহিনীর ব্যারাকে হামলা চালিয়েছে। এ ঘটনায় ১১ জন ঘুমন্ত সেনা নিহত হয়েছে।

জানা গেছে, শুক্রবার ভোরে রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে অবস্থিত পার্বত্য এলাকা আল-আজিম জেলায় একটি সেনাবাহিনীর ব্যারাকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলার স্বীকার করা হয়নি এবং হামলার পরিস্থিতি স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি দুই কর্মকর্তা জানান, আইএস যোদ্ধারা স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যারাকে ঢুকে এবং ঘুমন্ত সেনাদের গুলি করে। ঘটনার পরপর তারা পালিয়ে যায়।

ঘটনার পর ওই স্থানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে। এই নির্লজ্জ হামলা সাম্প্রতিক মাসগুলোতে ইরাকি সামরিক বাহিনীকে লক্ষ্য করে সবচেয়ে মারাত্মক হামলা ছিল।

এর আগে, আইএসরা ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার একটি বিশাল ভূমি দখল করে। এর বিরুদ্ধে একাধিক রক্তক্ষয়ী আক্রমণের পর, সশস্ত্র গোষ্ঠীটি তার আঞ্চলিক নিয়ন্ত্রণ হারিয়েছিলো এবং ২০১৭ সালে পুরোপুরি সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিলো। যদিও এখনো তারা সেখানকার অনেক এলাকায় স্লিপার সেলের মাধ্যমে সক্রিয় রয়েছে। সূত্র: আল-জাজিরা

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner