1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাকিস্তান তালেবানের শীর্ষ নেতা আফগানিস্তানে নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০২:৩১ পিএম পাকিস্তান তালেবানের শীর্ষ নেতা আফগানিস্তানে নিহত
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) এক জ্যেষ্ঠ নেতা পূর্ব আফগানিস্তানে নিহত হয়েছেন। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানান।

পাকিস্তানে তালেবানের সঙ্গে দেশটির সরকারের একটি শান্তি চুক্তির মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। নতুন করে এ চুক্তি আর হয়নি। এতে দেশটিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে কট্টরপন্থী সংগঠনটি।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র মঙ্গলবার আল জাজিরাকে জানায়, পাকিস্তান তালেবানের মুখপাত্র হিসেবে কাজ করা খালিদ বলতি ওরফে মুহাম্মদ খোরাসানি আফগানিস্তানের নাঙ্গরহর প্রদেশে নিহত হয়েছেন।

ওই নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্যটি জানিয়েছেন। কারণ, গণমাধ্যমে এসব খবর না জানানোর বিষয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এটা পরিষ্কার যে, যিনি মারা গেছেন তিনি খালিদ বলতি।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বলতি। তবে কোনো সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এক বিবৃতিতে পাকিস্তান তালেবান জানিয়েছে, বলতি নিহত হওয়ার খবরটি খতিয়ে দেখছেন তারা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner