1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ১০:১২ এএম সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সেনা শাসন বিরোধী আন্দোলনে উত্তাল সুদান। সেনাশাসন বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ বিক্ষোভকারীর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশটির রাজধানী খার্তুমে এ ঘটনা ঘটে।

এ দিন রাজধানী খার্তুমে ছিল সবচেয়ে বড় আয়োজন। কমপক্ষে ১০ হাজার মানুষ প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘেরাও করার উদ্দেশে যোগ দেন পদযাত্রায়। তাদের ঠেকাতে এলোপাথাড়ি গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। তাতে প্রাণ হারান একজন। আশপাশের শহরগুলোতেও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন হাজারো মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমদুরমান শহরে প্রাণ হারান বাকি তিন বিক্ষোভকারী।

উল্লেখ্য, টানা তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সুদানের সেনাবাহিনী। এরপর থেকে ক্ষমতা ভাগাভাগি করে দেশটিতে শাসন করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। গত ২৫ অক্টোবর সুদানের সেনাবাহিনী অভ্যুত্থান করে রাষ্ট্রক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই সুদানের বিভিন্ন শহরে সেনাশাসনবিরোধী বিক্ষোভ চলছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner