1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেয়েদের ট্যাক্সিতে চড়া নিয়ে তালেবানের ফতোয়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০১:১০ পিএম মেয়েদের ট্যাক্সিতে চড়া নিয়ে তালেবানের ফতোয়া
মেয়েদের ট্যাক্সিতে চড়া নিয়ে নির্দেশিকা জারি করেছে তালেবান সরকার। ছবি: ডয়চে ভেলে

ঢাকাঃ আফগানিস্তানে মেয়েদের ট্যাক্সিতে চড়া নিয়ে তালিবানি ফতোয়া। পরতে হবে হিজাব, বোরখা। বেশি দূর গেলে পুরুষ আত্মীয় চাই।

 

নির্দেশিকায় বলা হয়েছে, ট্যাক্সিতে উঠতে গেলে মেয়েদের হিজাব পরতেই হবে; ক্ষেত্রবিশেষে তাদের বোরখাও পরতে হবে। খবর ডয়চে ভেলের।

ট্যাক্সিচালকদেরও একগুচ্ছ নিয়ম মানতে হবে। তারা আরোহী ওই নারীদের প্রতি কেমন আচরণ করবেন, তা নিয়েও রয়েছে নির্দেশিকা।

রোববার জারি করা এ নতুন নির্দেশিকায় বলা হয়, নারীরা হিজাব না পরলে তাদের ট্যাক্সিতে নেয়া যাবে না। কোনো নারী যদি ৭২ কিলোমিটার বা তার বেশি দূরত্বে যেতে চান, তাহলে তার সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতেই হবে।

ট্যাক্সিচালকদের বলা হয়েছে, তাদের লম্বা দাড়ি রাখতে হবে। তাদের প্রার্থনার জন্য থামতে হবে। তারা ট্যাক্সিতে কোনো গান বাজাতে পারবেন না।

গত অগাস্টের মাঝামাঝি আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এরপরই তাদের বিরুদ্ধে নারীদের ক্ষমতাহরণের অভিযোগ ওঠে।

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার সুযোগ কমেছে। মেয়েদের অনেক মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কিছু এলাকায় স্থানীয় তালেবান নেতা মেয়েদের স্কুল খুলিয়েছেন ঠিকই, কিন্তু তাদের শিক্ষার সুযোগ আগের তুলনায় অনেকটাই কমে গেছে।

যে সব নারী নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন, তাদের তালেবানের সহিংসতার মুখে পড়তে হয়েছে। গত সপ্তাহে তালেবান বিজ্ঞাপনে মেয়েদের ছবি ঢেকে দিয়েছে।

আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন রহিমি তালেবানের এ নতুন নির্দেশের সমালোচনা করে বলেন, এর ফলে মেয়েদের সমস্যায় পড়তে হবে এবং প্রকাশ্য স্থানে তাদের নিরাপত্তা কমবে।

আগামীনিউজ/নাসির

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner