1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চীনে ফ্লাইওভার ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১২:০৩ পিএম চীনে ফ্লাইওভার ধসে নিহত ৪
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চীনের হুবেই প্রদেশে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে চার জন নিহত ও আরও আট জন আহত হয়েছে। শনিবার এ ঘটনটি ঘটেছে বলে দেশটির সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে। 

সাউথ চায়না মর্নিং পোস্ট রোববার (১৯ ডিসেম্বর) জানায়, শনিবার দুপুরের দিকে হুবেই প্রদেশের ইজো শহরে দুটি এক্সপ্রেসওয়েকে সংযোগকারী ওই ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে পড়ে। এ সময় ব্রিজটির ওপর থাকা কিছু গাড়ি নিচে পড়ে যায়। এতে চার ব্যক্তি নিহত ও আরো কয়েকজন আহত হন। 

ফ্লাইওভারের অংশটি ধসে পড়ার পর ঘটনা তদন্তে সেখানে সেতু বিশেষজ্ঞদের পাঠায় চীনের পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি স্থানীয় পরিবহন বিভাগকে পরিস্থিতি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। 

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ১৯৮ মেট্রিক টন ওজনের অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক ফ্লাইওভারটি থেকে পড়ে দুই টুকরা হয়ে গেছে, এটি আরও দু’টি ট্রাককে সঙ্গে নিয়ে নিচে পড়েছে। আরও তদন্ত চলছে।

ধসে পড়া সংযোগকারী ফ্লাইওভারটি ৭৩১ দশমিক ৮ মিটার লম্বা ও ১৩ মিটার চওড়া ছিল। এটি সাংহাই-চংছিং এক্সপ্রেসওয়ে ও দাচিং-গুয়াংঝৌ এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করেছিল। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইওভারটিতে যান চলাচল শুরু হয়েছিল। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner