1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সু চির ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ১২:৫০ পিএম সু চির ৪ বছরের কারাদণ্ড
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসি বার্মিজ সার্ভিস ও বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

উসকানি দেওয়া এবং কোভিড-১৯ নিয়ম ভঙ্গ করার মামলায় সু চিকে সোমবার (৬ ডিসেম্বর) কারাদণ্ড দেওয়া হয়।

মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়া এবং কোভিড নিয়ম লঙ্ঘনের জন্য সোমবার মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চিকে চার বছরের জেল দিয়েছে।

তিনি আরো জানান, সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই অভিযোগে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের এখনো কারাগারে নিয়ে যাওয়া হয়নি।

রাজধানী নেপিদোতে তারা এখন যেখানে অবস্থান করছেন, সেখান থেকে তারা অন্যান্য অভিযোগের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন তিনি।

মিয়ানমারের সংক্ষিপ্ত গণতান্ত্রিক বিরতির অবসান ঘটিয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারির সকালে সেনা জেনারেলরা সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে। তার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে আটকে রাখা আছে।

তখন থেকেই মিয়ানমারের জান্তা সরকার সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনী জালিয়াতিসহ আরও কয়েকটি অভিযোগে অভিযুক্ত করেছে সু চিকে।

গৃহবন্দির পর থেকেই সু চিকে খুব একটা দেখা যায়নি। যদিও জান্তা সরকার দাবি করেছে যে, সু চি সুস্থ আছেন এবং এরই মধ্যে তাকে করোনাভাইরাসের ভ্যাকসিনও দেওয়া হয়েছে।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner