1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সনদ পেতে নকল হাতে টিকা নিলেন এই ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৯:২৩ এএম সনদ পেতে নকল হাতে টিকা নিলেন এই ব্যক্তি
ফাইল ছবি

ঢাকা: করোনার টিকা নেওয়ার ব্যাপারে অনেকের খুব একটা ইচ্ছা না থাকলেও টিকা ছাড়া দেশের বাইরে ভ্রমণসহ দেশের ভেতরেও বিভিন্ন সুযোগসুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। অনেক দেশই করোনা টিকার ব্যাপারে কাড়াকড়ি আরোপ করেছে। করোনার টিকা ছাড়া অনেক জায়গায় মিলছে না প্রবেশের সুযোগ।

তাই ভ্যাকসিন না নিয়েই সার্টিফিকেট পেতে ইতালির এই ব্যক্তি বেছে নিলেন অভিনব উপায়। নিজের আসল হাতে নয়, সিলিকনের তৈরি নকল হাতে নিলেন করোনার টিকা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ইতালির বিয়েল্লায় স্বাস্থ্যকর্মীরা এমন এক ব্যক্তির কারচুপি ধরে ফেলেছেন। ইতালি বিশ্বের অন্যান্য দেশে মতো টিকাকরণ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। দেশটির রেলস্টেশন, সিনেমা হল, রেস্টুরেন্ট, জিম কিংবা সুইমিং পুলের মতো জায়গায় প্রবেশের জন্য ‘সুপার গ্রিন পাস’ আবশ্যিক। একমাত্র টিকা নেওয়া থাকলে অথবা সম্প্রতি করোনাজয়ী হলে সেই পাস পাওয়া যাবে।

সেই কারণেই সার্টিফিকেট পাওয়ার জন্য টিকা নিতে নিতান্তই অনিচ্ছুক পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির মাথায় এক অভিনব বুদ্ধি আসে। তিনি একটি নিজের আসল হাতের উপরে সিলিকনের তৈরি হাতের ছাঁচ লাগিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। স্বাস্থ্যকর্মীরা অবশ্য প্রথমে বিষয়টা বুঝতে পারেননি। তার টিকা দেওয়া হয়ে যায়। কিন্তু হঠাৎ সেখানকার এক নার্স অনুভব করেন ওই ব্যক্তির হাত অসম্ভব শীতল। হাতের চামড়া ধরে রাবার জাতীয় বস্তু ধরার অনুভূতি হয়েছিল তার। এছাড়া ওই ব্যক্তির হাতা গোটানোর সময় হাতের রঙ হালকা ও অস্বাভাবিক মনে হয়েছিল। তাই নকল হাতের বিষয়টি ধরে ফেলেন নার্স।

ধরা পড়ার পর সেখান থেকে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। তবে ওই নার্স গিয়ে কর্তৃপক্ষকে জানালে তাকে ধরে ফেলা হয়।

ওই ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে। টিকা না নেওয়ার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner