ঢাকাঃ ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি জোটের হামলায় ১৫৭ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। একইসঙ্গে ১৪টি সামরিক যানও ধ্বংস হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে দাবি সৌদি আরবের।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মারিব প্রদেশের দুটি পৃথক স্থানে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া মারিব শহরের পশ্চিমে অবস্থিত সিরওয়াহ এলাকায়ও হামলা চালায় সৌদি জোট।
সৌদি জোটের দাবি, চলতি বছরের ১১ অক্টোবর থেকে মারিব ও এর আশপাশে চালানো বিমান হামলায় প্রায় ২ হাজার হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজেদের ক্ষয়ক্ষতির কথা খুব কমই প্রকাশ করে থাকে।
উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সূত্র: আরব নিউজ
আগামীনিউজ/নাসির