1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফের তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ১২:১৫ পিএম ফের তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

ঢাকাঃ চীনের ৫৬টি যুদ্ধবিমান ফের তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। তাইওয়ান জানিয়েছে, গতকাল সোমবার (৪ অক্টোবর) ৫৬টি চীনা যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। অতিক্ষুদ্র দেশটির আকাশসীমায় চীনা বিমান বাহিনীর এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।

মঙ্গলবার (৫ অক্টোবর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর ‘দায়িত্বজ্ঞানহীন প্ররোচনামূলক কর্মকাণ্ড’ বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ান।

পূর্ব এশিয়ার একটি দ্বীপ তাইওয়ান, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। গত এক বছরেরও বেশি সময় ধরে চীন বার বার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করে আসছে দ্বীপটি।

বিশ্লেষকদের মতে, তাইওয়ানের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকেই দায়ী করছে প্রতিবেশী রাষ্ট্র চীন। যদিও তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে শুরু থেকেই মনে করে চীন। অপর দিকে বেইজিংয়ের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে দাবি করে তাইওয়ান।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner