1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৪:৩২ পিএম ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত অন্তত ২৪
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ বন্দি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৮ জন বন্দি। মঙ্গলবার দেশটির গুয়ায়েস প্রদেশের একটি কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দিদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

দেশটির কারাগারে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো দাঙ্গার ঘটনা ঘটল।ঘটনাটি ঘটেছে গুয়ায়াস প্রদেশের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরালে। কারাগারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাম্প্রতিক মাসগুলোতে বিবদমান গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দেশটির কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে বলেছে, “গুলি ও বিস্ফোরণের কারণে সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন১ এর বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়। সংঘর্ষে ২৪ জন (কারাবন্দি) নিহত এবং ৪৮ জন আহত হয়।”

এর আগে ফেব্রুয়ারিতে দেশটির আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইতে আরেকটিতে অন্তত ২২ জন নিহত হয়েছিল। দেশটির বিভিন্ন কারাগারে ৩৯ হাজার বন্দি আছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner