1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নদী ভাঙনে হাসপাতাল প্লাবিত, ১৭ রোগী নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:৩০ এএম নদী ভাঙনে হাসপাতাল প্লাবিত, ১৭ রোগী নিহত
ছবি: সংগৃহীত

ঢাকাঃ মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে বন্যার পানি ঢুকে ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারী বৃষ্টির কারণে একটি নদীর বাঁধ ফেটে যাওয়ায় তুলা শহরের হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের মধ্যে কয়েকজন করোনা রোগী ছিলেন। তাদেরকে অক্সিজেন থেরাপির মধ্যে রাখা হয়েছিল।

উদ্ধারকারীরা প্রায় ৪০০ জন রোগীকে সরিয়ে নিয়েছে। এদিকে রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যায়।

গভর্নর ওমর ফায়াদ পরে টুইট করেন জানান, তিনি ‘নিরাপদ ও সুস্থ’ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছেন।

দুর্যোগ মোকাবেলায় উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্র্যাডর বলেছেন, হাসপাতালে মৃত্যুর ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। নিম্নাঞ্চলের মানুষজনকে তিনি আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ এলাকায় আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner