1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্বজুড়ে করোনায় একদিনে আরও ৯ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০১:৪৭ পিএম বিশ্বজুড়ে করোনায় একদিনে আরও ৯ হাজার মানুষের মৃত্যু
ফাইল ফটো

ঢাকাঃ করোনার ভয়াল থাবা কোনোভাবেই থামছে না। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় করোনায় প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়ালো ৪৫ লাখ ৩৩ হাজার। একইসময়ে বিশ্বজুড়ে ৬ লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৮ হাজার ৯'শ ২৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭ হাজার ৩৩৭ জনের। এইনিয়ে করোনায় বিশ্বজুড়ে করেনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৩৩ হাজার ৬০৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৯৯৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ১২৬ জন।  

দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র।দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১২শ’র বেশি মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। এদিন দেড় লাখের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১ লাখ ১৪ হাজার ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৭ হাজার ৯১০ জন মানুষ মারা গেছেন।

সংক্রমণ শনাক্তে পরের অবস্থানেই রয়েছে ভারত। দেশটিতে আরও ৪৩ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৬২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner