ঢাকাঃ আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ বিমান। সোমবার (৩০ আগস্ট) ফ্লাইটটি কাবুল ছেড়ে যায়। আর এর মাধ্যমেই দেশটিতে যুদ্ধের পরিসমাপ্তি ঘটলো।
স্থানীয় সময় সোমবার পেন্টাগন থেকে এক সংবাদ সম্মেলনে ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেনজি বলেন, আফগানিস্তান থেকে আমাদের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হওয়ার ঘোষণা দিচ্ছি আমি।
তিনি বলেন, এর মাধ্যমে আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে চলা মার্কিন মিশনেরও সমাপ্তি ঘটল। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপরেই প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালান এবং সরকার ব্যবস্থা ভেঙে পড়ে।
এর আগে গত এপ্রিলেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য পুরোপুরি প্রত্যাহারে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী সৈন্য প্রত্যাহার শেষ করল মার্কিনিরা। তবে ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ মার্কিন সেনাবাহিনীর হাতেই ছিলো।