1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নিয়ে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০১:২৯ পিএম নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নিয়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণকারী এক নারী মারা গেছেন নিউজিল্যান্ডে। টিকা গ্রহণের পরও মৃত্যুবরণের ঘটনা দেশটিতে এটিই প্রথম।

সোমবার এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের কোভিড-১৯ ভ্যাকসিন ইন্ডিপেন্ডেন্ট সেফটি মনিটরিং বোর্ড জানিয়েছে, সম্প্রতি মৃত ওই নারী ফাইজারের টিকা নিয়েছিলেন। তিনি টিকা নেওয়ার পর মায়োকার্ডাইটিসে আক্রান্ত হয়ে মারা যান। মায়োকার্ডাইটিস হচ্ছে হৃৎপিণ্ডের পেশীতে প্রদাহ সংক্রান্ত সমস্যা।

বিবৃতিতে জানানো হয়েছে, টিকা দেয়ার পর বিরল পার্শ্ব-প্রতিক্রিয়া মায়োকাডাইটিস বা হার্টের মাংসপেশীতে ব্যথার কারণেই ঘটেছে এই মৃত্যু। মৃত নারীর বয়স বা পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে অন্যান্য শারীরিক সমস্যা ছিলো কিনা- সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, মডার্না এবং ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণের পর বিরল পার্শ্ব-প্রতিক্রিয়া হিসেবে হতে পারে হার্ট অ্যাটাক। তুলনামূলক কমবয়সীদের ক্ষেত্রেই দেখা গেছে এ জটিলতা।

মহামারি মোকাবেলায় সবচেয়ে সফল দেশ হিসেবে গণ্য করা হয় নিউজিল্যান্ডকে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ২৬ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner