1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আজ থেকে চালু হচ্ছে ওমরাহ ভিসা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৯:০৮ এএম আজ থেকে চালু হচ্ছে ওমরাহ ভিসা

ঢাকাঃ করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পরে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য আজ সোমবার থেকে ওমরাহ ভিসা পুনরায় চালু করেছে সৌদি আরব। গতকাল রবিবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক হারামাইন শারিফাইন নামক অফিসিয়াল পেজে এই তথ্য দেওয়া হয়।

তবে কিছু অত্যাবশ্যকীয় শর্ত মেনে ওমরাহ পালন করতে মুসল্লিদের। ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

অন্যদিকে কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুটি ডোজ নিয়ে থাকেন, তাহলে তাকে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ নিতে হবে।

এছাড়া সৌদি সরকার জানিয়েছে, ওমরা পালনের জন্য - ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন- এই নয়টি দেশের মুসল্লিরা সরাসরি সৌদি যেতে পারবেন না। তবে তারা চাইলে অন্য আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে সৌদিতে ঢুকতে পারবেন। বাকী দেশের মুসল্লিরা সরাসরি সৌদিতে যেতে পারবেন।

এছাড়াও দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে যেতে পারবেন মুসল্লিরা। প্রত্যেক মুসল্লিকে প্রতিরোধমূলক ব্যবস্থা- মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সেই সঙ্গে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner