1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ-নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১১:২০ এএম পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ-নির্যাতন
ছবি: সংগৃহীত

ঢাকাঃ আফগান রাষ্ট্রদূতের মেয়ে সিলসিলা আলিখিল পাকিস্তানের ইসলামাবাদে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, এমনটাই জানিয়েছে বিবিসি। শুক্রবার বাড়ি ফেরার পথে তিনি অপহরণ ও নির্যাতনের শিকার হন। অপহরণ ও নির্যাতনের কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল জানিয়েছেন, তার মেয়ে সিলসিলাকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ভালো আছেন তিনি।

পরে পাকিস্তান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, ২০ বছর বয়সি সিলসিলা আলিখিলকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে কূটনীতিকসহ তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বানও জানায় তারা।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আফগানিস্তানে তালেবানরা আধিপত্য বিস্তার শুরু করেছে। এর মধ্যে নারীদের বিভিন্ন ইস্যুতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতার খবরও প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এরমাঝেই আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner