1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাঁচ মিনিটে ইসরাইলে ১৩৭টি রকেট ছুড়লো হামাস, ব্যর্থ আয়রন ডোম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২১, ১১:৪৩ এএম পাঁচ মিনিটে ইসরাইলে ১৩৭টি রকেট ছুড়লো হামাস, ব্যর্থ আয়রন ডোম

ঢাকাঃ ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শুরু হওয়া নতুন উত্তেজনার মধ্যে ইসরাইলে ৫০০শ'র অধিক রকেট ছুড়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে অন্তত তিনজন ইসরাইলি নিহত হয়েছে। কয়েক ডজন আহত হয়েছেন। এছাড়া, একটি তেল শোধনাগারে আগুন ধরে গেছে।

এদিকে অবরুদ্ধ গাজায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

হামাসের বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলের আশদোদ এবং আশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছি আমরা।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে অন্তত ৫০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে ২০০টি রকেট ঠেকিয়ে দিয়েছে দেশটির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।

আজ জাজিরা জানিয়েছে, আয়রন ডোম অতিক্রম করে একটি রকেট ইসরাইলের রাজধানী তেল আবিবের হোলান এলাকায় আঘাত হেনেছে। তেল আবিবে একজন নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এসময় সাইরেনের শব্দে লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে থাকেন।

গত শুক্রবার জুম'আর নামাজের পর থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলি পুলিশ এবং সেনাবাহিনী তাণ্ডব চালায়। এরপর দুই পক্ষের সংঘর্ষে বহু হতাহত এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। শত শত ফিলিস্তিনিকে বন্দি করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

সোমবার বিকাল ৫টায় আল আকসা মসজিদ থেকে এক ঘণ্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনী সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেয় ফিলিস্তিনের প্রতিরোধ বাহীনি। আল্টিমেটাম না মানায় সন্ধ্যা ৬টার পরপরই গাজা থেকে অধিকৃত জেরুজালেম লক্ষ করে সাতটি রকেট ছোড়া হয়। এরই জের ধরে গাজার ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। গাজা থেকেও ধাপে ধাপে রকেট ছোড়া হয় ইসরাইলে বিভিন্ন শহরে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner