1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ভারতের ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২১, ০৯:৪০ এএম ভারতের ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকাঃ ভারত থেকে উৎপন্ন করোনাভাইরাসের যে ভ্যারিয়েন্ট ক্রমশ ছড়িয়ে পড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ করোনার এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আর সেটাই বড় আশঙ্কার কারণ।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে গত বছর অক্টোবর মাসে করোনার এই ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়। এই ভ্যারিয়েন্টের নাম বি.১.৬১৭। আসল ভাইরাস থেকে এটি অনেক দ্রুত অন্যের শরীরে ছড়িয়ে পড়েছে। তবে টিকাকরণের কারণে সম্ভবত কিছুটা সুরক্ষা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিছুটা ভাইরাস প্রতিরোধ করতে পারছে ভ্যাকসিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী মারিয়া ভ্যান কেরকোভ বলেন, বি.১.৬১৭ যে দ্রুত ছড়িয়ে পড়ছে তার কিছু তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অধ্যয়নের দিকে ইঙ্গিত করে তিনি এও বলেছেন, কিছু ক্ষেত্রে এই সংক্রমণ খানিকটা হলেও হ্রাস পেয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সাপ্তাহিক মহামারী বিষয়ক আপডেটে এই সংক্রান্ত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে তা-ই মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন্তার কারণ। সমগ্র বিশ্বের ক্ষেত্রেও এটি চিন্তার বিষয়।

ভারত বর্তমানে করোনার কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে। সোমবারের রিপোর্ট অনুযায়ী প্রায় ৩ লাখ ৭০ হাজার সংক্রমণ ঘটেছে। মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৭০০ জনের। তার মধ্যে দেশে স্বাস্থ্যের পরিকাঠামোও খুব একটা ভালো নয়। প্রথমে মনে করা হয়েছিল ছিল যে বি.১.৬১৭ হয়তো এমন এক ভ্যারিয়েন্ট যার মিউটেশন এবং বৈশিষ্ট্য কিছুটা আলাদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে “ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট” হিসেবে তালিকাভুক্ত করেছে।

অন্যদিকে করোনার আর যে ভ্যারিয়েন্টগুলো ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া গিয়েছে সেগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিতিমত “উদ্বেগের বিষয়” হিসেবে বর্ণনা করেছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner