1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাইজেরিয়ায় গুলিতে ১১ সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ১২:২২ পিএম নাইজেরিয়ায়  গুলিতে ১১ সেনা নিহত
ছবি: সংগৃহীত

ঢাকাঃ নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের গুলিতে একজন কর্মকর্তাসহ ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে নাইজেরিয়ার মধ্যবর্তী অঞ্চল বেনুতে কয়েক বছর ধরে পশুপালক ও কৃষকদের মধ্যে জাতিগত সংঘাত চলছে।

আফ্রিকার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা এক বিবৃতিতে জানান, বেনুতে নিয়মিত অভিযান পরিচালনার সময় নাইজেরিয়া সেনাবাহিনীর সদস্যরা হামলার শিকার হন। কখন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সেনাবাহিনী পক্ষ থেকে জানায়, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। গত মাসে বেনু রাজ্যের গভর্নর স্যামুয়েল জানিয়েছিলেন, তার সাঁজোয়া যানে সশস্ত্র পশুপালকদের হামলা হলে পালিয়ে বেঁচেছিলেন তিনি।

কয়েক বছর ধরে মধ্য নাইজেরিয়াতে চারণভূমি ও পানির দখল নিয়ে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছেন যাযাবর পশুপালক ও কৃষকেরা।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী একাধিক ক্ষেত্রে লড়াই করে আসছে। উত্তর-পূর্ব অঞ্চলে এক দশকের বেশি সময় ধরে জঙ্গি তৎপরতা, উত্তর-পশ্চিমে অপরাধী গোষ্ঠী এবং দক্ষিণ-পূর্বে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে লড়তে হচ্ছে তাদের।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner