
ঢাকাঃ ২০১৯ সালে কাশ্মীর অংশের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। এরপর দফায় দফায় সংঘর্ষ আর জরুরি অবস্থার মধ্যেই বন্ধ করে দেয়া হয়েছিল স্কুলগুলো। এরপর এ অঞ্চলের অস্থিরতা কমে আসলেও ২০২০ সালের মার্চের পর মহামারীর প্রকোপে স্কুলগুলো বন্ধই থেকে যায়। এসময় সরকারের নির্দেশে ঘরে বসে অনলাইনে লেখাপড়া চালিয়ে যায় শিক্ষার্থীরা।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে থাকায় অবশেষে মঙ্গলবার খুলে দেয়া হয়েছে ভারতশাসিত কাশ্মীর অঞ্চলের বেশ কয়েকটি স্কুল। যদিও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ও সামাজিক দুরুত্ব মেনেই ক্লাসে যোগ দিতে হচ্ছে সবাইকে।
এছাড়াও করোনা সংক্রমণ রোধে স্কুলের প্রবেশের আগে সবার দেহের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। মাস্ক পড়াও বাধ্যতামূলক করা হয়েছে। যদিও অভিভাবকরাও এই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে একমত রয়েছেন।
তবে করোনার কারণে ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক রাখা হয়নি। যেসব স্বাস্থ্যবিধি মেনে যেসব অভিভাবক শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে রাজি হয়েছেন তাদের সন্তানরাই ক্লাস করছে।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরু পর এ পর্যন্ত ভারতশাসিত কাশ্মীরে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৫ হাজার। এদিকে করোনায় মৃত্যু হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের। তবে গত কয়েক মাসে রোগীর সংখ্যা নয়শোর নিচে নেমে এসেছে।
আগামীনিউজ/নাসির