1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাংবাদিকদের ওপর স্যানিটাইজার স্প্রে করলেন থাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৫:১৮ পিএম সাংবাদিকদের ওপর স্যানিটাইজার স্প্রে করলেন থাই প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সংবাদ সম্মেলন ডেকেছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। সবকিছু শুরুও হয়েছিলো ঠিকঠাক। কিন্তু সাংবাদিকদের কড়া প্রশ্ন শোনে হতাশ হন তিনি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পোডিয়াম ছেড়ে নিচে নেমে আসেন। হাতে নেন সামনে থাকা স্যানিটাইজারের বোতল। মুখের মাস্ক খুলে ফেলেন। এরপর সাংবাদিকদের দিকে স্যানিটাইজার স্প্রে করতে শুরু করেন।থাই প্রধানমন্ত্রীর এমন অসৌজন্য আচরণ দেখে বিস্মিত ও হতাবাক হয়ে যান উপস্থিত সাংবাদিকরা।

তারা এই পরিস্থিতির ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করে দেন। মঙ্গলবার ঘটেছে এমন ঘটনা।ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন পরিস্থিতি প্রত্যক্ষ করা গেছে।

কিন্তু কেন ক্ষিপ্ত হলেন প্রধানমন্ত্রী?

জানা যায়, সাত বছর আগে সরকারবিরোধী বিক্ষোভের জন্য গত সপ্তাহে প্রিয়ুথের মন্ত্রিসভার তিনজন মন্ত্রীর কারাদণ্ড হয়। ওই তিন মন্ত্রণালয়ে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে প্রশ্ন করা হয় থাই প্রধানমন্ত্রীকে। এই প্রশ্ন শোনার পরই প্রধানমন্ত্রী প্রিয়ুথকে হতাশ দেখায়। মঞ্চে দাঁড়িয়ে প্রিয়ুথ চ্যান ওচা বলেন, ‘এ ছাড়া প্রশ্ন করার মতো কি আর কিছু নেই?’ তিনি আরও বলেন, ‘আমি জানি না। আমি এ রকম কিছু দেখিনি। এমন কিছু কি থাকতে পারে না, যেটা প্রধানমন্ত্রীরই প্রথম জানা উচিত?’

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান প্রিয়ুথ চ্যান ওচা ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি প্রায়ই বিভিন্ন সংবাদ সম্মেলনে বিতর্কিত আচরণ করেন। এর আগেও গণমাধ্যমে রীতিবর্জিত, হাস্যকর মন্তব্য করেছেন। তিনি সাংবাদিকদের শারীরিকভাবেও আক্রমণ করেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner