
ঢাকাঃ নিজেদের আকাশসীমায় চীনের ১১টি যুদ্ধ বিমান প্রবেশের পর পাল্টা পদক্ষেপ হিসেবে জঙ্গী বিমান মোতায়েন করেছে তাইওয়ান।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বিমান প্রবেশের পর সেগুলোকে ধাওয়া করে তাদের জঙ্গী বিমানগুলো প্রাটাস দ্বীপ পর্যন্ত নিয়ে যায়।
তাইওয়ান অভিযোগ করছে, গত কয়েক মাসে বেশ কয়েকবার চীনা যুদ্ধ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। পরিস্থিতি মোকাবিলায় তারা নিজেদের সীমানায় যুদ্ধ বিমান মোতায়েন করতে বাধ্য হয়েছে।
চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবী করে হুমকী দিয়ে আসছে যে, তাইওয়ান স্বাধীনতার ঘোষণা দিলেই তাদেরকে যুদ্ধ মোকাবেলা করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক ও কৌশলগত সহায়তায় তাইওয়ান চীনকে