ঢাকাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চীনকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন।
চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর দমনপীড়নের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের টাউন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘চীনকে এর পরিণাম ভোগ করতে হবে এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সেটি জানেন।’
জো বাইডেন আরও বলেন, মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও তার পুরনো ভূমিকা পালন করবে এবং চীন যেন তা রক্ষা করে, সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন তিনি।
আগামীনিউজ/এসডি