
ঢাকাঃ প্রবল তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলো ।যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে টেক্সাসের ৪১ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
তীব্র শীত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শীতের কারণে টেক্সাস অঙ্গরাজ্যের করোনার টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। এতে করে ভ্যাকসিন সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
টেক্সাসের পরিস্থিতি সামাল দিতে এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌঁছে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময় জরুরি অবস্থা জারি করা হয়, তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়েছে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা আবার চালু করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা কাজ করছেন।
১৯২২ সালে প্রবল তুষারঝড়ে তিন দিনে ২৮ ইঞ্চির মতো তুষারপাত হয়েছিল। নাট্যশালার ছাদ ধসে পড়ে ১০০ মানুষের মৃত্যু ঘটে। এবার যেভাবে তুষারপাত হচ্ছে, তুষারপাতের সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামীনিউজ/সোহেল