1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সোমালিয়ায় হোটেলে হামলা: নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১, ০৮:২৩ পিএম সোমালিয়ায় হোটেলে হামলা: নিহত ৯
ছবি: সংগৃহীত

ঢাকাঃ সোমালিয়ার রাজধানী শহর মোগাদিশুর একটি হোটেলে হামলায় ৯ জন নিহত হয়েছেন। আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সদস্যরা রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলাটি চালিয়েছে। দেশটির পুলিশের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।

একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটার পর হোটেল আফ্রিকিতে নিরাপত্তা বাহিনী ও আল শাবাব সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। গতকাল সোমবার ভোররাত পর্যন্ত তা অব্যাহত থাকে। নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাস্থল থেকে ফেসবুকের মাধ্যমে পুলিশের মুখপাত্র সাদিক আলী জানান, এখন অভিযান শেষ হয়েছে। চার হামলাকারীসহ ৯ জন নিহত হয়েছেন। ১০ জনেরও বেশি বেসামরিক মানুষ আহত হয়েছেন। 

এক বিবৃতিতে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রুবল জানিয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে সামরিক বাহিনীর একজন সাবেক জেনারেল মোহাম্মদ নুর গালাল রয়েছেন। বর্বর এ হামলার নিন্দা জানাই আমি। যারা মারা গেছেন আল্লাহ তাদের ক্ষমা করুন। দেশের প্রতিরক্ষায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ভূমিকা রাখার জন্য জেনারেল মোহাম্মদ নুর গালালকে স্মরণ করা হবে। 

গতকাল দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলা চালিয়েছে।

সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাতের লক্ষ্যে ২০০৮ সাল থেকে লড়াই করে আসছে আল শাবাব। প্রচলিত সরকার ব্যবস্থা উচ্ছেদ করে তারা দেশটিতে তাদের নিজস্ব ব্যাখ্যা সংবলিত কঠোর ইসলামি আইন চালু করতে চায়। মোগাদিশু ও সোমালিয়ার অন্যান্য এলাকায় তারা নিয়মিত বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে।

আগামীনিউজ/এএইচ   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner