1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ট্রাম্পের জন্য আরও একটি দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২০, ১০:২৭ পিএম ট্রাম্পের জন্য আরও একটি দুঃসংবাদ

ঢাকাঃ আরও একটি দুঃসংবাদ এলো বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছে তার শিবির। তাদের করা মামলা যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতেও বাতিল হয়ে গেছে। আদালত রায় দিয়েছেন, ভোট জালিয়াতির অভিযোগের বিপরীতে কোনও সুস্পষ্ট তথ্যপ্রমাণ নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই ব্যাটলগ্রাউন্ডে লাখ লাখ মেইলে আসা ভোট বাতিল চেয়ে করা ট্রাম্প প্রচারণা শিবিরের করা মামলা বাতিল করে দেন পেনসিলভানিয়ার নিম্ন আদালত। সেই রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলো ট্রাম্প শিবির। সেই চেষ্টাও ব্যর্থ হলো। তিন বিচারকের প্যানেলের মতে, এই মামলার কোনো যোগ্যতা নেই। ট্রাম্পের প্রচারণা শিবির কোনও নির্দিষ্ট অভিযোগ তোলেনি, কোনও প্রমাণও সরবরাহ করেনি।

আপিল আদালতের অবস্থান জানিয়ে বিচারক স্টেফানোস বিবাস বলেন, মুক্ত ও স্বচ্ছ নির্বাচন আমাদের গণতন্ত্রের প্রাণশক্তি। সেখানে স্বচ্ছতার অভিযোগ তোলা গুরুতর বিষয়। তবে কোনও নির্বাচনকে অস্বচ্ছ বললেই তা সেরকম হয়ে যায় না।

ট্রাম্পের মনোনীত এই বিচারক বিবাস বলেন, যেকোনো অভিযোগ নির্দিষ্ট হতে হয় এবং তারপরে প্রমাণ করতে হয়। যার কোনোটাই এখানে নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হয়।

সেখানে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি আসন আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি আসন। নির্বাচনের ফলাফল আসার পর থেকেই হার স্বীকার করতে অসম্মত ট্রাম্প এবং এরপর থেকেই কোনও প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে যাচ্ছেন তিনি। এই ঘটনায় দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন নির্বাচনের ধারাও ব্যহত হয়েছে।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner