1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বন্যায় ভিয়েতনাম-কম্বোডিয়ায় ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০, ০৩:০৮ পিএম বন্যায় ভিয়েতনাম-কম্বোডিয়ায় ৪০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকাঃ প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় প্রতিবেশী দুই দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়ায় প্রায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীসহ আরও অনেকে নিখোঁজ বলেও জানা গেছে। এর মধ্যে আবার ক্রান্তীয় ঘূর্ণিঝড় নাংকার কবলে পড়তে যাচ্ছে ভিয়েতনামের উপকূল।

চলমান বন্যায় ভিয়েতনামে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আর কম্বোডিয়ায় মৃত্যু হয়েছে ১১ জনের, দেশটিতে ২৫ হাজার বাড়িঘর ধসে পড়েছে; ধ্বংস হয়ে গেছে ৮৪ হেক্টর জমির শস্য।

অক্টোবর মাসের শুরুতেই ভিয়েতনামে শুরু হয় প্রবল বর্ষণ। এর ফলে দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক বন্যার দেখা দেয় এবং প্রচুর ভূমিধসের ঘটনা ঘটে। অন্যদিকে প্রতিবেশী কম্বোডিয়া বন্যা কবলিত পশ্চিমাঞ্চল থেকে হাজার হাজার লোকজনকে সরিয়ে নিয়েছে বলে দেশ দুটির সরকারি কর্মকর্তারা ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ঘূর্ণিঝড় নাংকার প্রভাবে বন্যার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবারের দিকে ভিয়েতনামে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এর ফলে হতে পারে ব্যাপক ভূমিধস।

ভিয়েতনামের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় নানকার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার। এর ফলে বুধবার থেকে শুক্রবার উত্তর ও মধ্য ভিয়েতনামে অঞ্চলগুলোতে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner