1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০, ০৩:৩৭ পিএম ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

ঢাকাঃ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধীয় নাগোরনো-কারাবাখ সংঘাত নিয়ে হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রুহানি বলেন, আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাত যাতে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে না পারে সে ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক। শান্তির ওপর ভিত্তি করেই আমাদের কাজ এবং আমরা আশা করছি এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে স্থিতিশীলতা পুনরায় ফিরে আসবে।

তিনি আরও বলেন, বিভিন্ন অজুহাতে রাষ্ট্রগুলোর সন্ত্রাসীদের আমাদের সীমান্তে পাঠানো ইরান অনুমতি দেবে না।

নাগোরনো-কারাবাখ নিয়ে ২৫ বছরের বেশি সময় ধরে আজারবাইজান ও জাতিগত আর্মেনীয়দের মধ্যে বিরোধ চলে আসছে। গত সপ্তাহে ২৭ সেপ্টম্বর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাত ১১ দিনে গড়িয়েছে। এতে দুই শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর আগে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৯০ দশকের যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, এ যুদ্ধ বেশি দিন চললে আঞ্চলিক মিত্ররা এতে জড়িয়ে পড়তে পারে।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner