1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

তুরস্কের সাথে বসতে চায় গ্রিস

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০, ০২:০১ পিএম তুরস্কের সাথে বসতে চায় গ্রিস
ছবি সংগৃহীত

ঢাকাঃ জাতিসংঘে ভাষণ দেয়ার সময় গ্রিসের প্রধানমন্ত্রী পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস ইস্যুতে আঙ্কারার সঙ্গে সমাধান চেয়েছেন। তুরস্কের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যা মিটিয়ে নিতে চান গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিটসোটাকিস। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তিনি বেশ আশাবাদী। খবর অলজাজিরার।

|জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভার্চুয়াল বক্তব্যে কাইরিয়াকোস বলেন, পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য তুরস্ক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তার পরেও আমি আশাবাদী।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন দেখা করি, কথা বলি এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করি। কূটনৈতিকভাবে সমাধানের সুযোগ দেন। তিনি আরো বলেন, আমরা যদি সবকিছুর পরে একমত হতে না পারি, সে ক্ষেত্রে হেগ এর আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে।

উল্লেখ্য, এর আগে তুরস্কের পক্ষ থেকেও গ্রিসতে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। ফলে উত্তেজনা প্রশমনে আলোচনার উদ্যোগ কাজে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামীনিউজ/জেহিন  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner