ঢাকাঃ ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে দেশটির জনগণ সরকারের বাধা উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ করছেন। বিক্ষোভের সময় তারা ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর বাহরাইনে যে কোনোধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মানামা সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক রাজধানী মানামা এবং আরো কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করে এবং তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।
বার্তা সংস্থা পার্স টুডে জানায়, বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকায় আগুন দিয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার পর বাহারাইনে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক রাজধানী মানামা এবং আরো কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করেছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং বাহারাইনের মধ্যকার এ চুক্তির ঘোষণা দেন। এর প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। ওই চুক্তিতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের বিরোধিতা করছে ফিলিস্তিনের জনগণ। এ সিদ্ধান্তের বিরোধিতা ফিলিস্তিনিরা গাজায় বিক্ষোভ করেছে। এ সময় তাঁরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল-খলিফা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানায়।
আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ককে মেনে নেয়নি তুরস্ক। এছাড়া ভূমধ্যসাগরে তেল-গ্যাস উত্তোলন নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের যে টানাপড়েন চলছে ফ্রান্স এক্ষেত্রে ইস্তাম্বুলের বিরুদ্ধে পক্ষ নেয়ায় প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুশিয়ার করে বলেছেন তার দেশের সঙ্গে তিনি যেন গোলমান করতে না আসেন।
ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করার পর আমিরাত, গ্রিস ও ইসরায়েল এক যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। এবং এ মহড়ায় চারটি এফ-১৬ বিমান পাঠায় আমিরাত।
আগামীনিউজ/মিথুন