1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মোদির প্রশংসায় ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০, ১২:১০ পিএম মোদির প্রশংসায় ট্রাম্প
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নির্বাচনী দিন ঘনিয়ে আসছে। এর আগেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়-আমেরিকানদের মন জয় করতে চান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তারই অংশ হিসেবে ট্রাম্প জানালেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক গড়ে উঠেছে। সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় করলেন ট্রাম্প।

শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভারত থেকেও আমাদের সমর্থন আছে। ভারতের প্রধানমন্ত্রী মোদিরও সমর্থন আছে আমাদের প্রতি। আমার মতে, ভারতীয়রা আমাকে ভোট দেবেন।’ - সংবাদ সংস্থা পিটিআই।

ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত।এর জেরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ভোট হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা করছেন ট্রাম্প। সে জন্য ভারতীয়দের সঙ্গে নিজের ‘সম্পর্ক’ বাড়াতে জোর দিচ্ছেন ট্রাম্প।তাই ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে মোদির জনপ্রিয়তা কাজে লাগিয়ে নিজের ভোটব্যাংক শক্তিশালী করতে চাইছেন ট্রাম্প। এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

গত বছর সেপ্টেম্বরে হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের স্মৃতি রোমন্থন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হিউস্টনে একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের। সেটা ছিল অসাধারণ অনুষ্ঠান। মোদি অত্যন্ত মহানুভব।’

্সেই সাথে গত ফেব্রুয়ারিতে ভারত সফর নিয়েও বলেন ট্রাম্প। বলেন, ‘আমাদের অবিশ্বাস্য সময় কেটেছিল। ভারত অসামান্য এক দেশ এবং অবশ্যই বড় একটি দেশ। আপনারা একজন দারুণ নেতা পেয়েছেন।’

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner