1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লেবানন সীমান্তে ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০৩:৫৩ পিএম লেবানন সীমান্তে  ইসরায়েলের হামলা
ছবি : সংগৃহীত

ঢাকাঃ লেবাননে শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ অধ্যুষিত সীমান্ত এলাকার পোস্টগুলোতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনীই এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, লেবাননের সীমান্ত অঞ্চল থেকে গুলি ছোড়ার পর প্রতি উত্তরে বুধবার সকালে এই হামলা চালানো হয়।

এই গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করে বলে বিবৃতিতে জানানো হয়। তবে এই ঘটনায় নিজেদের কোনো সেনা সদস্য আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস- আইডিএফ’র এক বিবৃতিতে বলা হয়, “রাতের গুলিবর্ষণের জবাবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস অ্যাটাক হেলিকপ্টার ও বিমান সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্টগুলোতে হামলা চালায়।”

তবে এ ব্যাপারে হিজবুল্লাহ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

গত কিছুদিন ধরে সীমান্ত এলাকায় হিজবুল্লাহ ও ইসরায়েল বাহিনীর মধ্যে টানাপোড়েন বেড়েছে। ইসরায়েল বলছে তাদের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। যদিও ইরান সমর্থিত এই গোষ্ঠী এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

গুলি ও পাল্টা হামলার এসব ঘটনা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরায়েলের সামরিক বাহিনী, সকালে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner