1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাভালনির শরীরে বিষ প্রয়োগের প্রমাণ পেয়েছে বার্লিন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০, ০১:৫০ পিএম নাভালনির শরীরে বিষ প্রয়োগের প্রমাণ পেয়েছে বার্লিন
ফাইল ছবি

ঢাকা: রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে কোলাইনস্টেরেজ ইনহিবিটারস জাতীয় কোন একটি পদার্থের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে ইঙ্গিত দিয়েছে জার্মান হাসপাতাল। তবে নির্দিষ্ট পদার্থটির বিষয়ে কিছু জানায়নি।

সোমবার হাসপাতালের পক্ষ থেকে জানিয়েছে, তার স্নায়ুতন্ত্রে বিষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে তার জীবন ঝুঁকিতে নেই। তবে বেশ কয়েকদিন দেরী হওয়ায় এটি অপসারন সম্ভব কি না তার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল বলেছেন "দায়ীদের অবশ্যই চিহ্নিত করতে হবে এবং জবাবদিহি করতে হবে।"

তবে ওমস্ক হাসপাতালের চিফ টক্সিকোলজিস্ট আলেকজান্দ্রে সাবায়িভ বলেছেন, "যখন নাভালনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন থেকেই বিস্তৃত পরিসরে পরীক্ষা-নিরীক্ষার অধীনে ছিলেন।"

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান কর্তৃপক্ষকে জানিয়েছিল, নাভালনির অসুস্থতার বিষয়টি স্বচ্ছ তদন্ত হওয়া উচিত।

গত শনিবার সন্দেহজনক বিষ প্রতিক্রিয়ার পর কোমাতে থাকা ৪৪ বছর বয়সী রাশিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির উন্নত চিকিৎসার জন্য একটি বিমানে জার্মানির উদ্দেশ্যে সাইবেরিয়ার শহর ওমস্ক ত্যাগ করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাইবেরিয়া থেকে মস্কো যাচ্ছিলেন পুতিন-বিরোধী এই নেতা। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সে কারণে বিমানের জরুরি অবতরণ করে নাভালনিকে হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়ান বিরোধীদলীয় নেতা তার ফ্লাইটে ওঠার আগে এক কাপ চা নিয়েছিলেন এবং এতে বিষ মিশ্রিত বলে তার সমর্থকরা অভিযোগ করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমালোচক এবং তার সরকারের ঊর্ধ্বতন কমর্কতাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য নাভালনি বেশ পরিচিত। এর আগেও তিনি এ ধরনের শারীরিক হামলার শিকার হয়েছেন। সূত্র : আল-জাজিরা, ইয়ন 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner