1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক হবে না, স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফাউচি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০২০, ০২:১৯ পিএম যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক হবে না, স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফাউচি
ছবি : সংগৃহীত

ঢাকা : জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি ভিডিও কনফারেন্সে হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের সদস্য ও মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, ভবিষ্যতে জোরপূর্বক কাউকে ভ্যাকসিন প্রয়োগের জন্য কোনো নিয়ম চালু করা হবে না। 

স্থানীয় সময় গতকাল বুধবার রাতে ওই কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। 

ফাউচি বলেছেন, যেভাবে কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল দ্রুতগতিতে চলছে, তাতে আশা করাই যায় এ বছর শেষেই করোনার ভ্যাকসিন বাজারে চলে আসবে।

ফাউচি আরও বলেন, ‘কিছু উচ্চ মাত্রার ঝুঁকিতে থাকা গোষ্ঠির ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগে বাধ্যতামূলক করা হতে পারে। যেমন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যারা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করছেন, তাদের সুরক্ষার জন্য করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করা হতে পারে। তা ছাড়া শিশুদের কম ডোজে টিকা দেয়া হতে পারে।’

এদিকে ড. ফাউচির মতো মার্কিন বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান, জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ও ফার্মাসিউটিক্যাল ইউনিটের বক্তব্যও অনেকটা এমনই।

উল্লেখ্য, কোভড-১৯ মহামারীর বিরুদ্ধে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভ্যাকসিন তৈরির দৌড়ে সমান তালে পাল্লা দিচ্ছে যুক্তরাষ্ট্রের দুই ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না বায়োটেক ও ফাইজার। মডার্নার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। 

মডার্নার ভ্যাকসিনের গবেষণা ও ট্রায়ালের দায়িত্ব শুরু থেকেই রয়েছে ড. ফাউচির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। সূত্র : ফার্স্টপোস্ট

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner