1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে তোড়জোড় ট্রাম্পের, শাসালেন জাতিসংঘকেও

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০২০, ০৩:৪৩ পিএম ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে তোড়জোড় ট্রাম্পের, শাসালেন জাতিসংঘকেও
ফাইল ছবি

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে জোরালো পদক্ষেপ নেবেন।

গতকাল (শনিবার) নিউ জার্সির বেডমিনিস্টার রিসোর্টে এক সংবাদ সম্মেলনে সুরক্ষা কাউন্সিলের ভোটের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা ইরান-বিরোধী মার্কিন প্রস্তাব নাকচ হয়ে যাবে, তা জানতাম। ইরানের পরমাণু ইস্যুতে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আপনারা দেখবেন কী ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে তোলা মার্কিন প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ১১টি দেশ ভোটদানে বিরত ছিল। আর এর পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। করোনা প্রকোপের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে শুক্রবার রাতে অনলাইনে নিরাপত্তা পরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে ট্রাম্পের এমন পদক্ষেপের বিষয়ে বিভিন্ন কূটনীতিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সামনে হয়তো খারাপ সময় আসছে। তাদের এমন পদক্ষেপ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। 

এদিকে, ইরানের সঙ্গে যে উত্তেজনা সে বিষয়ে আলোচনা করতে বিভিন্ন দেশের নেতাদের সমন্বয়ে এক সম্মেলনের ডাক দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্ভবত ওই সম্মেলনে অংশ নেবেন না। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner