1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ভিসা নিষেধাজ্ঞায় শিথিল

শর্তসাপেক্ষে এইচ -১বি ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০, ১২:১২ পিএম শর্তসাপেক্ষে এইচ -১বি ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন
ছবি : সংগৃহীত

ঢাকা : মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরামর্শদাতারা জানিয়েছেন, এইচ-১বি ভিসাধারীদের পাশাপাশি তাদের উপর নির্ভরশীল যেমন স্বামী বা স্ত্রী এবং শিশুরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার অনুমতি পাবে।

ট্রাম্প প্রশাসন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার আগে এইচ -১বি ভিসাধারীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে এ ব্যবস্থা করছেন। তারা যদি একই চাকরিতে এবং একই পদে ফিরে আসতে চায় তবে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়ার জন্য ভিসার কিছু বিধিনিষেধ শিথিল করছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে চলমান কর্মসংস্থান আবার শুরু করতে চাইছেন এবং এতে একই নিয়োগকর্তা এবং কর্মক্ষেত্রে একই পদে আবেদনকারীরা সুযোগ পাবেন।

এদের মধ্যে, প্রশাসনিক প্রযুক্তি বিশেষজ্ঞ, শীর্ষ স্তরের ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মীরা যারা এইচ -১বি ভিসা ব্যবহারকারীদের তাৎক্ষণিক ও অব্যাহত অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ করার অনুমতি পাচ্ছেন।

গত ২৪ জুন এইচ-১বি’র পাশাপাশি অন্যান্য ভিসাও স্থগিত করেন মার্কিন ট্রাম্প প্রশাসন। এতে করোনা মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতিতে সেদেশের বহু মানুষ চাকরি হারিয়েছেন। এর জেরে আপাতত এইচ-১বি ভিসা স্থগিত করার কথা জানিয়ে তা ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করার কথা জানানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫ লাখের উপর বিভিন্ন দেশের মানুষ, যারা যুক্তরাষ্ট্রে চাকরি করেন তারা বিপদে পড়েন।

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আর তার আগে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে বাণিজ্য-আইন-মানবাধিকার সহ বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠে। কিন্তু সেই সব প্রতিবাদকে তোয়াক্কা না করেই এইচ-১বি ভিসা স্থগিতের ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। সূত্র : ইয়ন

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner