1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২০, ০১:২১ পিএম ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল
ছবি : সংগৃহীত

ঢাকা : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। শনিবার  দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। দেশটির বেশিরভাগ শহরের দোকান ও হোটেল খোলা রয়েছে। আর এতেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার লাগাম টানা সম্ভব হচ্ছে না।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে, দেশটিতে এ সময় পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৪৩ জন। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বের সর্বোচ্চ করোনা আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

তবে করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। বর্তমানে ব্রাজিলে করোনার অ্যাক্টিভ কেস ৮ লাখ ১৮ হাজার ৫৩৩। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।

গত মে মাসের শেষ দিক থেকে ২১০ মিলিয়ন জনসংখ্যার এ দেশটিতে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৯০৫ জন।

শুরু থেকে ব্রাজিলে সংক্রমণ সেভাবে না ছড়ালেও প্রেসিডেন্ট বোলসোনারো সরকারের অব্যবস্থাপণা এবং করোনার প্রকোপ ঠেকাতে যথাযথ পদক্ষেপের অভাবে দিন দিন ব্রাজিল যেন এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। 

তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে ৫১ লাখ ৪৯ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা যাওয়ার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। সূত্র : রয়টার্স

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner