1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২০, ০৯:০৬ পিএম সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত

ঢাকা : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন। জঙ্গি গোষ্ঠী আল শাবাব বিস্ফোরণের দায় স্বীকার করেছে। 

শনিবার রাজধানীর স্টেডিয়ামের কাছে বিস্ফোরণটি ঘটে।  

প্রত্যক্ষদর্শী হালিমা আবদিসালান জানান, বিস্ফোরণের পর আকাশের দিকে ধোঁয়ার মেঘ ওঠে আর সৈন্যরা গুলিবর্ষণ শুরু করে।

তিনি বলেন, ভয়ে আমরা দৌঁড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ি। একটু পরই দেখতে পাই, রক্তাক্ত অনেক সৈন্যকে নিয়ে সামরিক বাহিনীর একটি পিকআপ দ্রুতগতিতে যাচ্ছে। তারা সবাই মৃত না আহত ছিল তা জানা যায়নি। 

সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আবদুল্লাহি মোহামুদ বলেন, “এটি অবশ্যই একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে।”

১৯৯১ সালে যুদ্ধবাজ গোত্র প্রধানরা সোমালিয়ার নেতা সিয়াদ বাররেকে ক্ষমতাচ্যুত করার পর পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হন, তারপর থেকে দেশটি প্রাণঘাতী সহিংসতায় জড়িয়ে পড়েছে। সূত্র : রয়টার্স, ভোয়া

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner