1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‍‍`ভ্যাকসিন জাতীয়করণে‍‍` করোনা সঙ্কট কমবে না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৭, ২০২০, ১০:৩৪ এএম ‍‍`ভ্যাকসিন জাতীয়করণে‍‍` করোনা সঙ্কট কমবে না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি : সংগৃহীত

ঢাকা : মহামারী করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারা বিশ্ব। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ড্যাশ বোর্ড তথ্য অনুযায়ী বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় এ পর্যন্ত ১ কোটি ৯২ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ৭ লক্ষাধিক। এখন পর্যন্ত অদৃশ্য এ ভাইরাসের উৎস বা এর প্রতিষেধক টিকা এখনও আবিস্কার হয়নি। তবে ব্রিটেন যুক্তরাষ্ট, রাশিয়া, চীনসহ কয়েকটি দেশ ভ্যাকসিন আবিস্কারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কোভিড-১৯ এর শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রচণ্ড ছোঁয়াচে এ রোগ থেকে রক্ষা পেতে সাবান দিয়ে হাত ধোঁয়া, সামাজিক দুরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেবরিয়াসুস বলেছেন, মহামারী করোনভাইরাস থেকে রক্ষা পেতে শেষ পর্যন্ত যে কোনও দেশই ভ্যাকসিন তৈরি করুক না কেন তা বিশ্বব্যাপী ভাগ করে নেয়া নিশ্চিত করা ধনী দেশগুলোর জন্য সঠিক কাজ হবে।

বৃহস্পতিবার "ভ্যাকসিন জাতীয়তকরণের বিরুদ্ধে" বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন ভাগবণ্টন না করলে ভ্যাকসিন সমৃদ্ধ দেশগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না।

জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতর থেকে ভিডিও-লিঙ্কের মাধ্যমে তিনি বলেছেন,"ভ্যাকসিন জাতীয়তাকরণ ভাল নয়, এটি আমাদের কোনও উপকারে আসবে না।”

তিনি সতর্ক করে আরও বলেছেন, করোনা মহামারী সারা বিশ্বের মানুষের জীবন ও জীবিকার ঝুঁকিতে ফেলেছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, কোবিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালাতে বিভিন্ন ধরণের ভ্যাকসিনের প্রয়োজন হবে। এর মধ্যে ছাব্বিশটি পরীক্ষাগারের ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে তবে ৬টি গবেষণার ভ্যাকসিন মানুষের উপর পরীক্ষার ৩য় ধাপ বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

ডাব্লিউএইচওর জরুরী পরিচালক মাইকেল রায়ান বলেছেন, তৃতীয় ধাপে পৌঁছালেও এখনও ভ্যাকসিন কতখানি কার্যকরী বা ভ্যাকসিনটি প্রাকৃতিক এ সংক্রমণের হাত থেকে রক্ষা করবে কিনা তা প্রমাণ মেলেনি।

তিনি বলেন, শীর্ষস্থানীয় ৬টি ভ্যাকসিনের মধ্যে যে কোনটা আমাদের জন্য ভাল ফলাফল দেবে তার কোনও গ্যারান্টি নেই। বরং এর উপকারীতা পেতে হলে একাধিক ভ্যাকসিনের প্রয়োজন হবে।

ওয়ার্ল্ডেমিটারের পরিসংখ্যানে বিশ্বে এ সময় পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬৪৯ জন এবং মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ১৭ হাজার ৬৮৭ জনে। সূত্র : ইয়ন  

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner