1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আম্বালা এয়ারবেসে পৌঁছাল রাফাল যুদ্ধবিমান, স্বাগত জানিয়ে মোদীর টুইট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২০, ০৮:৪৭ পিএম আম্বালা এয়ারবেসে পৌঁছাল রাফাল যুদ্ধবিমান, স্বাগত জানিয়ে মোদীর টুইট
ছবি : সংগৃহীত

ঢাকা : ৭ হাজার কিলোমিটার পেরিয়ে ভারতের আম্বালা এয়ারবেসে ফরাসি যুদ্ধবিমান রাফায়েলের প্রথম চালান এসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে স্বাগত জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তার টুইটে বলেছেন, জাতি রক্ষার মতো পূণ্য নেই, জাতির প্রতিরক্ষার মতো ব্রত নেই। 

বুধবার (২৯ জুলাই) ফ্রান্স থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে ভারতের আম্বালা এয়ারবেসে আসা পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে দেশটির বিমান বাহিনী। সুখোই বিমান এসকর্ট করে যুদ্ধ বিমানগুলোকে আম্বালার উদ্দেশ্যে নিয়ে আসে।

ভারতের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল প্রণব কুমার বারবোরা বলেন, রাফাল পৌঁছানোকে স্বাগত জানানো হয়েছে। এসব বিমান দেশের বিমানবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এদিকে, ভারত মহাসাগরে প্রবেশের পরেই ভারতীয় নৌবাহিনীর তরফে এই ফাইটার জেটকে স্বাগত জানানো হয়েছে। 

এই পাঁচটি যুদ্ধবিমানকে স্বাগত জানিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও টুইট করেছেন। 

ওয়েস্টার্ন নেভাল বেসের তরফে টুইট করে বলা হয়েছে, ভারত মহাসাগরে তোমাকে স্বাগত। গর্বের সঙ্গে ভারতীয় আকাশে রাজত্ব করো।

এদিকে, পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২০০ কিমি দুরে আম্বালা এয়ারবেসে রাফালকে স্বাগত জানাতে কড়া নিরাপত্তা নেয়া হয়। কোনোরকম ঝুঁকি নিতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বড় জমায়েত ও ক্যামেরা নিয়ে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।

২০১৬ সালে ভারত পুরোনো রুশ মিগ যুদ্ধবিমান বাতিল করে দেশটির বিমানবাহিনীর আধুনিকায়নের জন্য ৩৬টি রাফাল বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, লড়াইয়ের জন্য এসব যুদ্ধবিমানের ব্যবহার এখনই সম্ভব নয়।

রাফাল যুদ্ধবিমান হামলার জন্য দীর্ঘপথ পাড়ি দিয়ে স্থল ও সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। সূত্র : এনডিটিভি

আগামীনিউজ/এসপি 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner