ঢাকা : রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন যদি জিতে যায় তাহলে দেশটাকে ধ্বংস করে ফেলবে। কারন তিনি মানসিকভাবে অসুস্থ।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা বাইডেনের নেই। ক্ষমতায় আসলে বাইডেনের নেতৃত্বে পুলিশের তহবিল কমিয়ে দেয়া হবে এবং মানুষের ধর্মীয় অধিকার কেড়ে নেয়া হবে।
বাইডেন বিষয়ে কটুক্তি করে ট্রাম্প বলেন, এ ধরনের একটি সাক্ষাৎকারে তাকে ডাকুন, দেখবেন তিনি কোনো উত্তর দিতে পারছেন না।
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ে উদ্ভট বক্তব্য দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তাছাড়াও জর্জ ফ্লোয়েড হত্যায় নিজ দেশ এবং বিশ্বের অন্যান্য দেশে বর্ণবাদবিরোধী বিক্ষোভে জড়িয়ে পড়েন ট্রাম্প।
নির্বাচন পূর্ববর্তী জরিপে ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের যৌথ সমীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে শহরতলীগুলোতে নিবন্ধিত ভোটারের পক্ষ থেকে বাইডেনের প্রতি ৫৫ শতাংশ সমর্থন রয়েছে আর ট্রাম্পের ৪০ শতাংশ। ফক্স নিউজের এক জরিপে বাইডেন ৫৫ শতাংশ আর ট্রাম্প মাত্র ৩৩ শতাংশ সমর্থন পেয়েছেন।
তবে ট্রাম্প এতো দ্রুত কোনো সমীক্ষা গ্রহণ করার বিষয়টি ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, হোয়াইট হাউসের জরিপে তিনিই এগিয়ে আছেন। সূত্র : ইয়ন, আল-জাজিরা
আগামীনিউজ/এসপি