1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ছুঁইছুঁই, প্রাণহানি ছাড়াল ৪ লাখ ৮০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২০, ০৬:১১ পিএম বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ  ছুঁইছুঁই, প্রাণহানি ছাড়াল ৪ লাখ ৮০ হাজার
ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে করোনা রোগী শনাক্তের হার দিনকে দিন বাড়ছেই। গত ১৯ জুন সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি শনাক্তের পর মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬২ হাজার ৯৯৪ জন ব্যক্তি গোটা বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর আগে শুক্রবার একদিনে শনাক্ত হয়েছিল ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত রোগটিতে  ৪ লাখ ৮০ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা ৯৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন

আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন। মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ৪৭৩ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ২০ হাজার ৩৮১ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন। মারা গেছেন ৫২ হাজার ৭৭১ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৩৪৫ জন।

আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৭০৫, মৃত্যু ৮ হাজার ৩৫৯ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ১১৫ জন, মৃত্যু ১৪ হাজার ৪৮৩ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৭ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ২১০ জন।

স্পেনে ২ লাখ ৯৩ হাজার ৮৩২ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩২৫ জন মারা গেছেন।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner