1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ১৮ নাবিক কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০, ০৬:৪৩ পিএম পশ্চিমবঙ্গে বাংলাদেশের ১৮ নাবিক কোয়ারেন্টিনে

ফাইল ফটোবাংলাদেশের পণ্যবাহী দুটি বার্জ বৃহস্পতিবার কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশে ফেরার পথে পশ্চিমবঙ্গে ডুবে গিয়েছে। দুই বার্জের ১৮ নাবিককে উদ্ধার করে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। জানা গেছে, রাজ্যের বিদ্যুৎ কেন্দ্রের ছাই নিয়ে বার্জ দুটি ফেরার পথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদী এবং সাগর থানা এলাকার মুড়িগঙ্গা নদীতে ডুবে গিয়েছে। 

বার্জ দুটির নাম এমভি তোফা অ্যান্ড তারিফ-৪ এবং এমভি ধ্রুব রূপন্তি। বুধবার রাতে হুগলি নদীতে প্রচন্ড বেগে জোয়ার আসায় তোফা অ্যান্ড তারিফ নামের বার্জের সারেং সামনের দিকে এগোতে পারছিলেন না।

এ সময় সারেং হুগলি নদীর তীরের কাছে একটি খালে ঢোকার চেষ্টা করেন। রাতে বার্জটি ঘোড়ামারা দ্বীপের কাছে মন্তেশ্বর খালের কাছে এসে চড়ায় আটকে যায়। বৃহস্পতিবার সকালে বার্জটির তলা ফেটে হঠাৎ ডুবে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন এসে ওই বার্জে থাকা সারেংসহ ৮ জন নাবিককে উদ্ধার করে। দ্বিতীয় বার্জটি সাগর থানার মুড়িগঙ্গা নদীর দ্বিতীয় এলটিসি কচুবেড়িয়া ঘাটের অদূরে নদীতে থাকা বিদ্যুৎ টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছে। এই বার্জে সারেংসহ বাংলাদেশের ১০ জন নাবিক ছিলেন। সাগর থানার পুলিশ এসে এই বার্জে থাকা ১০ জন নাবিককে উদ্ধার করেছে। 

তবে দুটি ছাই বোঝাই বার্জ ডুবে যাওয়ায় মৎস্যজীবীদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। মাছ ধরে যাদের জীবিকা চলে তারা প্রবল দূষণের আশঙ্কা করছেন । পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ বার্জ দুটিকে উদ্ধারের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

আগামী নিউজ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner