1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনার ভয়ে প্রাসাদ ছাড়লেন রানি

আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ১০:৩৬ এএম করোনার ভয়ে প্রাসাদ ছাড়লেন রানি

ঢাকা : নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের পর বাকিংহাম প্যালেস ছেড়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ। দুজনকে আলাদা করে রাখার জন্য উইনসর ক্যাসলে স্থানান্তরিত করা হয়েছে।

রানির প্রাসাদ ছাড়ার খবর নিশ্চিত করে ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বয়স্কদের পুরোদস্তুর আইসোলেশনে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ক্ষেত্রে তাদের আগামী চার মাস পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হতে পারে।

করোনার প্রভাবে ব্রিটেনে মৃত বেড়ে দাঁড়িয়েছে ২১। সংক্রমিত হয়েছেন ১১৪০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে ৭০ বছরের বেশি বয়সীদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন।

আগামী সপ্তাহে ব্রিটেন সরকার ‘ইমার্জেন্সি বিল’ আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হ্যানকক।

পাশাপাশি তিনি জানিয়েছেন, জরুরি অবস্থার কথা মাথায় রেখে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস) বিভাগে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

রানির বাকিংহাম প্রাসাদ ছাড়ার বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে কয়েকটি জায়গায়। কিছু গণমাধ্যমে বলা হয়েছে, সপ্তাহান্তে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই উইনসর ক্যাসলে গিয়েছেন রানি। আবার একাংশের ব্যাখ্যা, রানিকে কবে বাকিংহাম প্যালেসে ফেরানো হবে তার যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেয়া হবে।

রাজপরিবার সূত্রের খবর, রানি ভাল আছেন।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner