1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খাবারের খোঁজে থাইল্যান্ডের রাস্তায় বানরদের লড়াই

আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ০৩:১৭ পিএম খাবারের খোঁজে থাইল্যান্ডের রাস্তায় বানরদের লড়াই

ঢাকা : গোটা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ কারণে বেশিরভাগ দেশ সংক্রমণ এড়াতে নাগরিকদের জনসমাবেশ এড়াতে পরামর্শ দিয়েছেন। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হতেও নিষেধ করেছেন তারা। করোনাভাইরাসের প্রভাবে মানবজাতির পাশাপাশি সংকটে পড়েছে প্রাণীকুলও।

সম্প্রতি অনলাইনে প্রকাশিত হওয়া একটি ভিডিওতে এমনই এক চিত্র ফুটে উঠেছে। ভিডিওতে দেখা গেছে, মধ্য থাইল্যান্ডের লোপবুড়ির রাস্তায় কয়েকশ বানর খাবার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছে। 

ভারতীয় বন বিভাগের এক কর্মকর্তা টুইটারে ভিডিওটি আপলোড করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, করোনোভাইরাসের কারণে বানরদের মধ্যে এমন যুদ্ধ কেউ দেখেছেন? তিনি আরো লিখেছেন, শত শত ক্ষুধার্ত থাই বানর রাস্তায় ছড়িয়ে পড়েছে। খাবার নিয়ে প্রতিপক্ষদের সঙ্গে তারা মারামারি করছে। 

ভিডিওতে দেখা গেছে, কয়েকশ বানর রাস্তা পার হচ্ছে। তারপর তারা কলা খাচ্ছে এমন এক বানরকে সবাই মিলে চেপে ধরেছে। 

ব্যাংকক পোস্টের তথ্য অনুসারে,পর্যটকরাই সাধারণত এসব বানরদের খাবার খাওয়ান। কিন্তু করোনাভাইরাসের কারণে পর্যটকদের সংখ্যা কমে গেছে। অনেকে আবার সংক্রমণের ভয়েও তাদের থেকে দূরে থাকছে। এ কারণে তাদের মধ্যে খাবারের সংকট দেখা দিয়েছে। ফলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। 

সূত্র : এনডিটিভি  

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner