1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অল্পের জন্য বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০৪:২১ পিএম অল্পের জন্য বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের গাড়ি বহরে হামলা হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে গেছেন তিনি।

সোমবার (৯ মার্চ) সকালে রাজধানী খার্তুমে আব্দুল্লাহর গাড়িবহরে বিস্ফোরণ ঘটানো হয়।

সংবাদমাধ্যম আল আরাবিয়া সুদানের প্রধানমন্ত্রীর স্ত্রীর বরাত দিয়ে বলেছে যে, আবদাল্লাহ অল্পের জন্য বেঁচে গেছেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।

সুদানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আলী বাখিতের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়েছে, হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন আবদাল্লাহ। তার গাড়িবহরে বিস্ফোরণ ঘটানো হয়।

এ হামলার দায় কেউ এখনও স্বীকার করেনি।

খার্তুম থেকে আল জাজিরার প্রতিবেদক হিবা মরগ্যান জানিয়েছেন, স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী তার দফতরে আসার পথে, তার গাড়ি বহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

প্রসঙ্গত, সুদানে এক গণতন্ত্রপন্থী আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক নেতৃত্বের সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আবদাল্লাহ হামদুক। তবে, সুদানের সামরিক বাহিনী এখনও পর্দার আড়ালে থেকে একটি যৌথ সাংবিধানিক কমিশনের মাধ্যমে সুদানের রাষ্ট্র পরিচালনায় অংশ নিচ্ছে।

 

আগামীনিউজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner