1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মার্কিন সেনারা চলে গেলে তালেবানদের ক্ষমতা দখল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ০৩:৩৯ পিএম মার্কিন সেনারা চলে গেলে তালেবানদের ক্ষমতা দখল

ঢাকা : আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে গেলে সেখানকার ক্ষমতা তালেবানরা দখল করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ মার্চ) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, গত সপ্তাহে তালেবানদের সঙ্গে চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করার পর তালেবানরা আফগানিস্তান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে পারে। আমরা চলে আসলে তাদের রক্ষা নিজেদেরই করতে হবে। আপনি কিছু সময়ের জন্য অন্যের ভরসায় থাকতে পারেন।

গত সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পরবর্তী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো ও নিজেদের সমস্ত সৈন্য প্রত্যাহার করে নিবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই চুক্তির ফলে আফগানিস্তানে চলা দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসান হবে বলে ধারণা করা হয়।

ট্রাম্প আরও বলেন, গত সপ্তাহে মঙ্গলবার তালেবানদের এক সিনিয়র নেতার সঙ্গে ফোনালাপ করেছি। তাদের সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়েছে। বিদেশি বাহিনী প্রত্যাহার করার পর যোদ্ধাদের হাত থেকে নিজেদের রক্ষা করার ক্ষমতা আফগানিস্তান রাখে কিনা তা আমি জানিনা । আমি এর উত্তর দিতে পারি না। কি হবে তা সামনে দেখা যাবে।

আফগানিস্তানের কাবুলে জঙ্গি সংগঠন আইএস'র হামলায় ৩০ জন নিহত হওয়ার পরেই ট্রাম্প এ কথা বললেন। চুক্তির পর আফগানিস্তানে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner