1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ভারতের এক লাখ ওয়েবসাইটে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ০৩:৩০ পিএম ভারতের এক লাখ ওয়েবসাইটে সাইবার হামলা

ঢাকা : ভারতের এক লাখের বেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে এবং এ সব হামলার অনেকগুলোর সঙ্গে জড়িত ছিলো চীন ও পাকিস্তান। এ সব হামলা ভারতের জন্য বড় ধরণের সাইবার ঝুঁকি হয়ে দেখা দিয়েছে। ভারতের ইলেক্ট্রনিকস এবং টেকনোলজি রাজ্যসভাকে এ তথ্য দিয়েছে।

এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে ভারতের ১ লাখ ২৯ হাজার সাতশ ৪৭টি ওয়েবসাইট হ্যাক হয়েছে।

ভারতের কম্পিউটার বিষয়ক জরুরি সেবা সংস্থা সিইআরটি-ইন বা ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম এ সব হামলার উৎস দেশ চিহ্নিত করতে পেরেছে। সিইআরটি-ইন বলেছে, ভিন্ন দেশের হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইটসমূহ এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে নিয়মিত হামলা চালায়।

চীন ও পাকিস্তানের হ্যাকররা ছাড়াও এ সব হামলায় ফ্রান্স, নেদারল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, তাইওয়ান এবং তিউনিশিয়ার হ্যাকাররা জড়িত রয়েছে।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেয়া ভারতের বিরুদ্ধে সাইবার হামলার এ খতিয়ান থেকে দেখা যায় যে ২০১৬ সালে দেশটির ওয়বসাইটের বিরুদ্ধে সবচেয়ে বেশি সাইবার হামলা হয়েছে। ওই বছর ৩৩ হাজার ওয়েবসাইটের বিরুদ্ধে হামলা হয়। ২০১৮ সালে ভারতের মাত্র ১৭ হাজার ৫৬০টি ওয়েবসাইটের বিরুদ্ধে হামলা হয়েছে। গত বছর দেশটির ২১ হাজার ৭৬৭টি ওয়েবসাইটের বিরুদ্ধে হামলা হয়েছিলো।

এ সব হামলায় আর্থিকসহ অন্যান্য ক্ষয়-ক্ষতির কোনো বিবরণ এ পাঁচ বছরের হিসাবে উল্লেখ করা হয় নি। এছাড়া, ভারতে সর্বমোট সাইবার হামলার কতো শতাংশের সঙ্গে চীন এবং পাকিস্তান জড়িত তাও উল্লেখ করা হয় নি।

সূত্র : পার্স টুডে

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner