ঢাকা : বিশ্বের ৯০টিরও বেশি দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। সারাবিশ্বে মারা গেছেন ৩৪০০ এর বেশি মানুষ।
এমন পরিস্থিতিতে করোনার বিস্তার ঠেকাতে পর্যটকদের জন্য ভারতের আগ্রার তাজমহলসহ অন্য দর্শনীয় স্থান বন্ধ করতে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আগ্রার মেয়র নবীন জৈন।
শনিবার (০৭ মার্চ) মেয়র নবীন জৈনের এক বিবৃতির বরাত দিয়ে এ সংবাদ জানায় দেশটির সংবাদমাধ্যম।
বিবৃতিতে নবীন জৈন বলেন, বিদেশি পর্যটকদের বিপুল হারে আগ্রায় ভ্রমণের কারণে শহরে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আমি আহ্বান করছি, তাজমহলসহ দেশের সব ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্ক অবস্থানে আছে আগ্রাসহ বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানের অবস্থান থাকা দেশটির উত্তর প্রদেশের রাজ্য সরকার।
আগামীনিউজ/মিজান